Khoborerchokh logo

জিসিসি‘র সংরক্ষিত নারী কাউন্সিলর পার্লারের আড়ালে দেহ ব্যবসার অপরাধে,গ্রেপ্তার হলো র‌্যাবের হাতে 669 0

Khoborerchokh logo

ছবি,মক্ষীরানীর ভূমিকায়,রোকসানা আহমেদ রোজী

বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কাজে বাধ্য করার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সেই সংরক্ষিত নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‍্যাব-১। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পোড়াবাড়ী র‍্যাব-১ ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।এর আগে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাসন থানায় রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরী।এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
মোটা অঙ্কের বেতনের আশ্বাসে এক কিশোরীকে পার্লারের চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী।পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়।অভিযোগ রয়েছে,ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন।জানা যায়,বিভিন্ন জেলার প্রত্যন্তাঞ্চল থেকে দালালচক্রের মাধ্যমে লোভনীয় বেতনের চাকুরীর অফার দিয়ে প্রলুব্ধ করাতেন রোজী ।ছক্কার কড়ি হিসেবে বুলি আওড়াতেন,আমি জাতির শ্রেষ্ঠ সন্তানের মেয়ে,উপরোন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পাশাপাশি গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের বড় পদবী পেতে যাচ্ছি ।তোমাদের চিন্তার কোন কারন নেই । আপাতত যা বলি,তাই করো ভবিষ্যতে বড় নেত্রী বানাবো,তা না হলে যেকোন সরকারী,বেসরকারী অফিসে ভাল বেতনের চাকুরী দিবো।তোমরা তো নিজেরাই দেখছো,সারাক্ষণ বড়বড় নেতাদের ফোন আসে,সবাই আমার ভক্ত। তোমাদের যখন যা লাগবে,সাথে সাথে পেয়ে যাবে তবে শর্ত একটা,আপাতত কি করছো ? কারো কাছে বলা যাবে না ।
উল্লেখ্য গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসন থানায় রোজী,নুরুল হকের নাম উল্লেখসহ আরও ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।
এর আগে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাসন থানায় রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরী।এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।
এদিকে মামলায় গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দেওয়ায়,তার কুকিত্তির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে থাকে। ভিডিও চিত্রের একটা অংশে দেখা যায়,সংবাদকর্মীদের পা ধরে মাফ চাইতে এবং মোটা অংকের টাকা অফার করতে ।চাউর হওয়া ভিডিও চিত্র দেখার পর কেউ কেউ বলছেন, দশ দিন চোরের, একদিন গিরহস্তের, যিনি পাপ করবেন,তিনিই প্রায়শ্চিত করবেন । তার এই ঘৃনিত কাজের দায়ভার,কোন প্রতিষ্ঠানের হতে পারে না । 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com